ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছবি: আবু বক্কর

সিলেট: সিলেট থেকে ট্রেন চলাচলে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। এরপর ট্রেন চলাচল স্বভাবিক হয়।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

রাত সাড়ে ১১টায় চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন ও রাত ১২টায় উপবন এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।  

সিলেট রেলওয়ে স্টেশনে মাস্টার কাজি শহিদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে টিকেট না পাওয়াকে কেন্দ্র করে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার ও স্টেশন মাস্টারকে মারপিট করেন যাত্রীরা।  

এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা রেলপথ ঘেরাও করে। এতে করে চট্টগ্রামগামী উদয়ন ও ঢাকাগামী পারাবত এক্সপ্রেস সিলেট রেলস্টেশনে আটকা পড়ে।  

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, রাত সোয়া ৯টার দিকে চট্টগামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের টিকেট না পেয়ে কর্মকর্তাদের মারপিট করে কয়েকজন যাত্রী। এতে আহত হন স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক, স্টেশন মাস্টার কাজি শহিদুর রহমান, সহকারী স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল।  তাদের রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এনইউ/পিসি

***সিলেটে স্টেশন কর্মকর্তাদের মারপিট, ট্রেন অবরোধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।