বরগুনা: বাল্যবিয়ের দায়ে বরগুনায় কনের বাবাকে ১ মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
তিনি জানান, বরগুনা সদর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের আ. ছত্তার খাঁনের ছেলে মো. মনিরের সঙ্গে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উত্তর চড়খালি গ্রামের আ. ছোবাহান গাজী তার মেয়েকে বাল্যবিয়ে দিচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা আ. ছোবাহান গাজীকে আটক করে ১ হাজার টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
পিসি/