ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সোলায়মান মোল্লা (৯০) মারা গেছেন। তার হাজতি নম্বর ১৮২২২/১৫।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে কারাগারের চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) নিয়ে আসেন কারারক্ষীরা।

এরপর রাত দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সোলায়মান শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মামলাটি বিচারাধীন।

ঢামেকে দায়িত্বরত কারারক্ষী জাকারিয়া এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের নির্দেশে ২০১৫ সালের ১৪ জুন রাতে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কাশিপুর থেকে আসামি সোলায়মান মোল্লাকে গ্রেফতার করা হয়।  

২০১০ সালে শরীয়তপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার সোলায়মান মোল্লাসহ আরও সাত রাজাকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এজেডএস/পিসি/ 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।