বরিশাল: বরিশালে লোক সংগীত সন্ধ্যা ও গুণীজন সম্মাননা-২০১৬ ও লোক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশ গণশিল্পী সংস্থা বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।
গণশিল্পী সংস্থার সভাপতি শান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল ।
উপস্থিত ছিলেন গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ পান্থসহ অতিথিরা।
অনুষ্ঠানে নাট্যচর্চায় নাট্যজন ও সাংবাদিক মিন্টু বসু এবং গণসংগীতে সংস্কৃতিজন মুকুল দাস মুকুল দাসকে সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬।
এমএস/পিসি