বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৭০০ কেজি সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল-পুটখালী সড়কের বটতলা এলাকায় সুপারির চালানটি জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, বেনাপোল সীমান্তের বটতলা এলাকায় অভিযান চালিয়ে ১৪ বস্তা সুপারি জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যান। বস্তায় ৭০০ কেজি সুপারি পাওয়া যায়। বৈধ পথে সুপারি রফতানি বন্ধ রয়েছে।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, জব্দকৃত সুপারি বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এজেডএইচ/পিসি