ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
মিরপুরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে লাল চান (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একইদিন বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

লাল চানের সহকর্মী আরিফ বাংলানিউজকে জানান, মিরপুর ২নম্বরের আলিম উদ্দিন সুপার মার্কেটের সামনে নির্মাণাধীন ১০ তলা ভবনের চারতলায় কাজ করার সময় মাচাল ভেঙে নিচে পড়ে যান লাল চান। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসটি/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।