ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ব‍ুধবারই বাসায় ফিরতে পারেন তোফায়েল আহমেদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ব‍ুধবারই বাসায় ফিরতে পারেন তোফায়েল আহমেদ

ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এখন অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তারা বলছেন, বাণিজ্যমন্ত্রী চাইলে আজই (বুধবার) বাসায় ফিরতে পারেন।

বুধবার (২৬ অক্টোবর) সকালে হাসপাতালের চিকিৎসক ও তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘মঙ্গলবার অনেকগুলো চেকআপ হয়েছে, আজও কিছু হবে। চেকআপ শেষ হলে আজই তিনি বাসায় ফিরতে পারবেন’।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) রাতে অসুস্থতা অনুভব করলে হাসপাতালে ভর্তি হন বাণিজ্যমন্ত্রী।

স্কয়ার হাসপাতালের গ্যাস্ট্রোএনটারোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এস আরেফিনের অধীনে তিনি চিকিৎসা নিচ্ছেন মন্ত্রী।

হাসপাতালের পরিচালক ডা. মো. নাজিম উদ্দিন বলেন, বাণিজ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে কোনো গুরুতর সমস্যা পাওয়া যায়নি। তিনি ভালো আছেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।