ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

ঢাকা: বন্দরনগরী চট্টগ্রাম ও এর আশপাশ এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭।

প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১২টা ২৯মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।

ইউরোপীয়-ভুমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ১৩১ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূ-পৃষ্ঠ থেকে ৪২ কিলোমিটার গভীরে।

এদিকে চট্টগ্রামের পাশাপাশি এর আশপাশ এলাকায় (রাঙামাটি, সীতাকুণ্ড, ফেনী) মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।