বরিশাল: বরিশালে বাসের চাপায় সজিব (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের অপর এক আরোহী।
বুধবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সজিবের বাড়ি ওই একই এলাকায়।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শামীম বাংলানিউজকে জানান, সকালে সজিবসহ দু’জন মোটরসাইকেলে করে চরকাউয়া যাচ্ছিলেন। পথে বড়ইতলা এলাকায় একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয়। এসময় আহত হন তার সঙ্গী। আহত যুবকের নাম জানা যায়নি। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ সজিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে, দুর্ঘটনার কারণে কিছুক্ষণ রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিলো বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমএস/এজি/এসআই