ঢাকা: বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নতি হওয়ায় ভারত, ইউরোপ, জাপানের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কা নেই- মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ‘বাংলাদেশ চায়না: পারস্পারিক ও বহুমুখী সম্পর্ক’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, চীনের সঙ্গে সম্পর্ক অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে না। বরং ইতিবাচকই হবে। বাংলাদেশ এখন বিনিয়োগ নির্ভর দেশ। দেশের ১৬ কোটি মানুষের শক্তিতে আমাদের অর্থনৈতিক উত্থান হবে।
সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, আমাদের আর্থ-সামাজিক অবস্থায় পরিবর্তন আসছে। চীন আমাদের আর্থিক, প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। বাংলাদেশের রফতানির ডেসটিনেশন হওয়া উচিৎ চীন। কারণ সেখানে ক্রেতা আছে।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, সিপিডি’র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, আয়োজক সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রি. জেনারেল (অব.) শাহ্ মোহাম্মদ সুলতান উদ্দিনইকবাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ইউএম/এটি