ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বরিশালে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে পাশকৃত মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরি প্রদানসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বরিশালে মানববন্ধন হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ বরিশালের উদ্যোগে মানববন্ধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল বিভাগের সমন্বয়ক মো. রাকিবুল হাসান, বরিশাল জেলা কমিটির সভাপতি অনিমেশ চন্দ্র, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা তাদের দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

৫ দফা দাবি হলো, সরকারি চাকরিসহ সব ক্ষেত্রে সুযোগ প্রদান,  ফার্মেসি ও নার্সিং কাউন্সিল হতে পেশাগত সনদ প্রদান, ডেন্টাল টেকনোলজিস্টদের ম্যাটসের ন্যায় উপ সহকারী ডেন্টাল অফিসারের পদে মর্যাদা প্রদান, বোর্ড ব্যতীত অন্য কোথাও থেকে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজির শিক্ষাগত সনদ প্রদান বন্ধ করা, দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন হেলথ টেকনোলজিসহ অন্যান্য বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।