ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ইয়ুথদের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
দিনাজপুরে ইয়ুথদের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুরে ‘আমি এক এবং অনেক’ প্রকল্পের আওতায় ইয়ুথদের উদ্বুদ্ধকরণ প্রোগ্রাম  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বেল‍া ১১টায় শহরের ঘাসিপাড়া এলাকায় এফপিএবি মিলনায়তনে এ অনুষ্ঠানের ‍আয়োজন করা হয়।

এর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

দিনাজপুর পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগমের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন- দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি সম্প্রসারণ বিভাগের ড. সাইফুল হুদা, দিনাজপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাসুদুল হক, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্র ঘোষ, সাবেক পৌর মেয়র শফিকুল হক ছুটু, সাংস্কৃতিক ব্যক্তিক্ত্ব শাহ মো. শাহজাহান।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ‍অক্টোবর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।