ঢাকা: বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, 'বর্তমানে সুন্দরবনের বাঘ নিরাপদে আছে। তারা বংশ বৃদ্ধির করতে ব্যস্ত।
বুধবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত 'দক্ষিণ এশীয় ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্কের তৃতীয় বার্ষিক সম্মেলন'র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিভিন্ন স্থানে বাঘগুলোর ঘুরে বেড়ানো প্রসঙ্গ টেনে তিনি বলেন, বেড়াতে যাওয়া বাঘগুলো বর্তমানে ফিরে এসেছে এবং তারা বাচ্চাও উৎপাদন করছে।
সুন্দরবনে আগুন লাগা প্রসঙ্গে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিভিন্ন গণমাধ্যমে আগুনের যে ছবি প্রকাশ হয়েছিলো, তা দেখে আমি নিজেই ভয় পেয়েছিলাম। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি বনের অনেক দূরত্বেই আগুন লেগেছিলো। তাতে বনের ও বন্যপ্রাণিদের কোনো ক্ষতির সম্ভাবনা ছিলো না।
দক্ষিণ এশিয়া বন্যপ্রাণি নিধন ও পাচার রোধকল্পে ২০১১ সালের ২৯-৩০ জানুয়ারি ভুটানে দক্ষিণ এশিয়ার আটটি দেশের ঊর্ধ্বতন সরকারী প্রতিনিধিদের উপস্থিতিতে দক্ষিণ এশীয় ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্ক গঠন করা হয়। এর তৃতীয় সভাটি এবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে।
২৬-২৭ অক্টোবর দুই দিনব্যাপী এই সভাটি অনুষ্ঠিত হবে। সভার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জেকব, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ডা. কামাল উদ্দিন আহমেদ, এসএডব্লিউইএন'র চিফ ইনফোর্সমেন্ট কো-অডিনেটর গোপাল প্রকাশ ভাত্তারি, ওয়ার্ল্ড ব্যাংকের ভুটান-নেপাল-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড়. চিমিও ফান, নেপালের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব কৃষ্ণ চন্দ্র পাউ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসজেএ/টিআই