ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির সাবেক কর্মকর্তাকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ডিএনসিসির সাবেক কর্মকর্তাকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ মনসুর আহমেদ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চাকরিচ্যুত প্রধান নগর পরিকল্পনাবিদ মনসুর আহমেদকে র‌্যাব পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

অভিযোগ মতে, গত ২২ অক্টোবর (শনিবার) রাতে তাকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বুধবার (২৬ অক্টোবর) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর বাংলানিউজকে বলেন, মনসুর আহমেদের স্ত্রী নার্গিস শামীমা এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি বলেন, মনসুর আহমেদকে যারা তুলে নিয়ে গেছে তাদের পরনে র‌্যাবের পোশাক, কয়েকজনের পরনে সাদা পোশাক ও সঙ্গে অস্ত্র ছিল বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ মনসুরকে উদ্ধারের চেষ্টা করছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
পিএম/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।