রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু ইসরাত জাহানের (০৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে নদীতে তার মরদেহটি ভেসে ওঠে। খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরবি/আরএ