ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে নাগরিক সেবা নিশ্চিত করতে গণশুনানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
রাঙামাটিতে নাগরিক সেবা নিশ্চিত করতে গণশুনানি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে নাগরিক সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন কার্যালয়ে গণশুনানি শুরু হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্তরঞ্জন পালসহ সুশীল সমাজ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত অভিযোগকারীরা।

গণশুনানিতে ২৫ জন সেবা প্রত্যাশী অংশগ্রহণ করেন এবং তারা তাদের সেবা পাওয়ার প্রত্যাশা দাবি করেন জেলা প্রশাসকের কাছে। এসময় জেলা প্রশাসক সবার অভিযোগ আমলে নেন এবং দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন।

এছাড়া প্রতি বুধবার সকাল ১০টা থেকে এ গণশুনানি কার্যক্রম চলবে, যেখানে জেলার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে এ গণশুনানি অগ্রণী ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।