ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় ৩৮৫ কৃষক পেলেন সার-ভুট্টা বীজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
নলডাঙ্গায় ৩৮৫ কৃষক পেলেন সার-ভুট্টা বীজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩৮৫ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও ভুট্টা বীজ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মধ্যে এসব বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান প্রতি কৃষকের হাতে ২০ কেজি ডিএমপি, ১০ কেজি এমওপি সার ও ২ কেজি করে ভুট্টা বীজ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, এএসএপিপিও প্রফুল্ল কুমার সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, মনিরুজ্জামান, লতিফা বেগম ও সোহেল পারভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।