ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মেঘলা থাকবে আরও দু’দিন, বজ্রপাত কোথাও কোথাও

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
মেঘলা থাকবে আরও দু’দিন, বজ্রপাত কোথাও কোথাও

ঢাকা: বুধবারের (২৬ অক্টোবর) মতোই আরও দুই ‍দিন দেশের আকাশ মেঘলা থাকবে জানাচ্ছে আবহাওয়া অধিদফতর।

ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’র প্রভাবে এ অবস্থা পরবর্তী ৭২ ঘণ্টায় সামন্য পরিবর্তন হতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদফতর বলছে, ‘পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ এ পরিণত হয়ে আজ (বুধবার) সকাল পর্যন্ত একই এলাকায় (১৬.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিলো। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-দক্ষিণাপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এতে দেশের দক্ষিণ অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখ‍াতে বলছে অধিদফতর।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তবে অ্যাকুওয়েদার বলছে, বুধবার দেশের আকাশ কেবল মেঘলা থাকলেও বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কোথাও কোথ‍াও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, পরদিন শুক্রবার দিনে দেশের আকাশ তুলনামূলক পরিষ্কার থাকলেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

আরও বলছে, ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত বাগড়া দেবে ভারতে দীপাবলি উৎসবে। এর প্রভাব থাকবে মায়ানমার এবং বাংলাদেশেও।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।