ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘নব্য জেএমবির তৃতীয় সারির নেতা আব্দুর রহমান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
‘নব্য জেএমবির তৃতীয় সারির নেতা আব্দুর রহমান’

ঢাকা: র‌্যাব আব্দুর রহমান ওরফে সারোয়ার জাহানকে নব্য জেএমবির প্রধান বলে দাবি করলেও তাকে তৃতীয় সারির নেতা বলে উল্লেখ করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর কাউন্টার টেরোরিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম এ কথা জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের তদন্তে এসেছে, আব্দুর রহমান ওরফে সারোয়ার জাহান নব্য জেএমবির তৃতীয় সারির নেতা। নব্য জেএমবির নেতা হিসেবে তামিমদের সঙ্গে যোগাযোগ করতেন তিনি। আব্দুর রহমান যে পর্যায়ের ছিলেন, তাতে তার সঙ্গে তামিমের সরাসরি যোগযোগ খুব কম ছিল। কখনো কখনো মিটিংয়ে দেখা হয়েছে তাদের’।

র‌্যাবের দাবি, ২৬ আগস্ট রাত ২টা ২৩ মিনিট থেকে ২টা ৩৯ মিনিট পর্যন্ত তামিমের সঙ্গে আব্দুর রহমানের কথোপকথন হয়।

এ প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জে তামিম চৌধুরীকে গত ২৭ আগস্ট সকাল সোয়া ৬টায় ঘিরে ফেলে সিটি ইউনিট। ওই সময় তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। ওই সময় যোগাযোগ যতোটুকু হয়েছে তা হয়েছে তানভীর কাদেরীর সঙ্গে। আর মেজর জাহিদের সঙ্গে তামিম যোগাযোগ করেছেন বলে আমরা কিছু রেকর্ড পেয়েছি’।

র‌্যাব জানিয়েছে, বর্তমানে নব্য জেএমবির ২২ সক্রিয় সদস্য রয়েছেন। এ বিষয়ে মনিরুল বলেন, ‘আমরা নিজস্ব তালিকা অনুযায়ী কাজ করছি। আমাদের তালিকার বাইরেও অনেকে আছে। সুনির্দিষ্ট করে কতোজন সদস্য এখন সক্রিয় তা বলা যাচ্ছে না। যারা আছেন, তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে’।

বর্তমানে নব্য জেএমবির প্রধান কে? জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু মারজান এখনো ধরা পড়েনি, তিনি ছাড়াও অন্যদের কেউ কেউ প্রধানের দায়িত্ব পালন করতে পারেন। নব্য জেএমবির সঙ্গে পুরনো জেএমবির কয়েকজন যোগ দিলেও তাদের মধ্যে ঠাণ্ডা লড়াই রয়েছে। তাই পুরনোদের মধ্যে কেউ নব্য জেএমবির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবেন না’।

গত ২১ আগস্ট সংবাদ সম্মেলন করে র‌্যাব জানায়, নব্য জেএমবির অর্থদাতা নিহত আব্দুর রহমানই ইসলামিক স্টেটের (আইএস) কথিত বাংলাদেশ প্রধান শায়খ আবু ইব্রাহিম আল হানিফ। ১৩ বছর ধরে তিনি জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে আসছেন’।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬

পিএম/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।