ঢাকা: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ‘প্ল্যানিং অফিসার’ (পি-৪) পদে যোগ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর দারফুর মিশনে যোগদানের জন্য চলতি মাসের ১ অক্টোবর (শনিবার) তিনি ঢাকা ত্যাগ করেন।
এর আগে জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার দায়িত্বে ছিলেন।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে পুলিশ হেড কোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে প্ল্যানিং অফিসার পদে নিয়োগ পান। ইতোপূর্বেও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।
বর্তমান পদেও তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বিশ্ব দরবারে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও মর্যাদা বাড়াতে সচেষ্ট থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জালাল উদ্দিন চৌধুরী বিসিএস (পুলিশ) ২০তম ব্যাচের সদস্য। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর দারফুর মিশনে যোগদানের জন্য চলতি বছরের ১ অক্টোবর তিনি ঢাকা ত্যাগ করেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ঢাকা থেকে জালাল চৌধুরী সরাসরি ইতালি যান। সেখানে সাতদিনের প্রশিক্ষণ শেষে, দক্ষিণ সুদানে দারফুর মিশনে দায়িত্ব নেন।
গক ৩১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জালাল চৌধুরীর মিশনে যোগদান সম্পর্কে আদেশ জারি করা হয়। বাংলাদেশ থেকে প্ল্যানিং অফিসার (পি-৪) পদে চারজন পুলিশ কর্মকর্তা আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে দুইজনকে মনোনীত করা হলেও চূড়ান্ত নিয়োগ পান মো. জালাল উদ্দিন চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসজেএ/জিপি