মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় সাত জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ১৫ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
বুধবার (২৬ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে পাঁচজনের বাড়ি লৌহজংয়ের কুমারভোগে ও দু’জনের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেকুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ও কারেন্ট জালসহ সাত জেলেকে আটক করা হয়।
পরে দুপুরে আদালত বসিয়ে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। জব্দ ইলিশগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এজি/