ঢাকা: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সচিব এমদাদ হোসেন মতিন স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিদ্ধান্তে গঠনতন্ত্র মোতাবেক ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির মধ্যে আহ্বায়কসহ ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণ কমিটি ঘোষণা করা হবে।
আহ্বায়ক কমিটিতে রয়েছেন, আতিকুর বাবু, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল বাতেন রিপন। সদস্য সচিব মাহবুবুল ইসলাম প্রিন্স, সদস্য সরকার ফারহানা আখতার (সুমি), মেহেনীগার হোসেন তন্ময়, শেখ মেহেদী হাসান, এম রাসেল আহমেদ, মো. সাদাত সায়েম, মো. আলী আজম বিপ্লব, মনির মোল্লা, জারিন মেজাবিন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরআইএস/আইএ