ফেনী: নির্যাতিত নারী ও শিশুদের অভিযোগ শুনতে ফেনীতে চালু হয়েছে পুলিশের ভিকটিম সাপোর্ট অ্যান্ড ওয়ান স্টপ ফর পুলিশ ক্লিয়ারেন্স সেন্টার।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সেন্টারটির উদ্বোধন করেন ফেনী জেলা পুলিশ সুপার রেজাউল হক।
পুলিশ সুপার রেজাউল হক বাংলানিউজকে জানান, এটা শুধু নির্যাতন প্রতিরোধ সেল নয়। এখানে নির্যাতিতদের আশ্রয় ও নিরাপত্তাও দেওয়া হবে। পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা কারো যাতে কোনো ভোগান্তিতে পড়তে না হয় সে জন্যও ওয়ান স্টপ ফর পুলিশ ক্লিয়ারেন্স সাপোর্ট সেন্টার খোলা হয়েছে।
এছাড়া থানায় এসে কেউ নির্যাতনের অভিযোগ জানালে তাকে সরাসরি ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দিতে থানার ওসিদের প্রতি নির্দেশনা দেন পুলিশ সুপার রেজাউল হক।
তিনি সেবা গ্রহণকারীদের যাতে কোনো ধরনের সমস্যা বা বিড়ম্বনায় পড়তে না হয় সেজন্য পুলিশ সদস্যদের হুঁশিয়ার করে দেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএ