রাজশাহী: রাজশাহীর বাঘা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আলী মোহাম্মদ হাশেম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন।
বুধবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর বাঘা বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন মিলিকবাঘা গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাঘা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলী মোহাম্মদ হাশেম এক মাত্র ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কিছু দিন থেকে তিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।
১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বাঘা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।
জীবদ্দশায় তিনি দৈনিক ইত্তেফাক ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার বাঘা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।
তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ শাহরিয়ার আলম। এছাড়া বাঘা প্রেসক্লাব, বাগাতিপাড়া প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতারা আলাদাভাবে শোক প্রকাশ করেছেন।
সন্ধ্যায় (বাদ মাগরিব) নামাজে জানাজা তার দাফন সম্পন্ন হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসএস/এটি