ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে এএসআই’র মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে এএসআই’র মৃত্যু

ঢাকা: রাজধানীর রূপনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল বোখারী (৩৩) ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন।

বুধবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি রূপনগর থানার এসআই (উপ পরিদর্শক) শিরিন আক্তার বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি জানান।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় আব্দুল বোখারী ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে বড় কোনো সমস্যা নেই বলে জানান ডাক্তার। পরে দুপুর দেড়টার দিকে আবার অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

শিরিন আক্তার আরও জানান, প্রথমবার হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলেন, তার কোনো সমস্যা নেই। অথচ হৃদক্রিয়া বন্ধ হয়েই তিনি মারা গেলেন।

ডাক্তারদের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময় ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬

পিএম/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।