নোয়াখালী: ১০ দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেb নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
পরে শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের কাছে একটি স্মারকলিপি দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আন্দোলন হলে উপাচার্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে তা মেনে নেন না। আগামী সাত দিনের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া ও বাস্তবায়নের লিখিত আশ্বাসের দাবি জানান তারা।
এ বিষয়ে নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের বেশ কিছু সমস্যা রয়েছে যেগুলোর সমাধান আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এজন্য আন্দোলনের দরকার নেই। পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এনটি