ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ভূমি কমিশনের কার্যালয় ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
খাগড়াছড়িতে ভূমি কমিশনের কার্যালয় ঘেরাও বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী ২০১৬ বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের সাধারণ বাঙালি।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে বুধবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শাপলা চত্বর হয়ে মাস্টারপাড়া সড়কে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রধান কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়।  

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজল ইসলাম সজল, জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা ও মো. আবুল কাশেম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।  

সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সব কার্যক্রমকে অবাঞ্ছিত ঘোষণা করে অচিরেই সংশোধিত আইন বাতিলের দাবি জানান। আইনটি বাতিল না হওয়া পর্যন্ত হরতাল-অবরোধসহ লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।