নাটোর: নাটোরে গাঁজা সেবনের দায়ে রজব আলী (৪৪) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান এ দণ্ডাদেশ দেন।
এর আগে সকাল ১০টার দিকে সদর উপজেলার হয়বতপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
রজব আলীর বাড়ি জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়ায়।
নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) সৈকত হাসান বাংলানিউজকে জানান, রজব আলী একজন মাদকসেবী। সকালে বিশেষ অভিযান চালিয়ে হয়বতপুর বাজারে গাঁজা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।
পরে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এজি/এসআই