ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার জন্ম শিলিগুড়িতে। যাদের জন্ম বাংলাদেশে না, তারা দেশকে ভালোবাসতে পারে না, দেশের জন্য কাজ করতে পারে না।
‘মাটির টান না থাকলে, দেশেকে ভালোবাসা যায় না, কাজ করা যায় না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ছাত্রলীগের এক আয়োজনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমি ছাত্রলীগের একজন ছোট্ট কর্মী ছিলাম। ছাত্রলীগ আমি স্কুল জীবন থেকেই শুরু করি। কলেজে উঠে ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হই।
এ সময় ছাত্রলীগের বর্তমান নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের জন্য একটাই সম্পদ রেখে যাচ্ছি তা হলো শিক্ষা। তোমাদের মধ্য থেকেই তো গড়ে উঠবে নেতা, মন্ত্রী, এমপি। তোমাদেরই তো নেতৃত্ব দিতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে।
শেখ হাসিনা বলেন, আমরা যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার কর্মসূচি নিয়েছিলাম, সেটি ছাত্রলীগের ফলেই সম্ভব হয়েছিল; তারা কর্মসূচিতে অংশ নিয়েছিল।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তাদের কোনো শিক্ষা নেই। তারা দেশের জন্য কী করবে! আমার জন্ম টুঙ্গীপড়ায় (গোপালগঞ্জ জেলা)। বঙ্গবন্ধুর জন্মও সেখানে।
***আরও পড়ুন: জীবনে কী পেলাম চিন্তা করা যাবে না
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আইএ/টিআই