ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৮ হাজার ৫২৫ কোটি ১৬ লাখ ৬৮ হাজার টাকার অডিট আপত্তি রয়েছে বলে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। গত ৫ বছরে রাজউকের অভ্যন্তরীণ অডিট রিপোর্টের এ তথ্য সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কাছে দিয়েছে রাজউক কর্তৃপক্ষ।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে রাজউকের অডিট আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি কর্নেল (অব.) শওকত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, মো. হাবিবুর রহমান, আবদুর রউফ ও অ্যাডভোকেট নাভানা আক্তার অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি কর্নেল (অব.) শওকত আলী বাংলানিউজকে বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে এতো অডিট আপত্তি থাকা উচিত না। আমরা দ্রুত সকল অডিট আপত্তি নিষ্পত্তি করার জন্য বলেছি। আগামীতে যেন অডিট আপত্তি এতো বেশি পরিমাণ না হয়, সেদিকে কর্তৃপক্ষকে নজর দিতে বলেছি’।
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কার্যবিবরণীতে দেখা গেছে, গত ৫ বছরে রাজউকের ১ হাজার ৬২৬টি অডিট আপত্তি উঠেছে। এর মধ্যে ৫৯৭টির নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে আবার ১৬৩টি অডিট আর্থিক বিধি অনুসরণ করে করা হয়নি বলে কমিটিকে জানিয়েছে রাজউক। এর আর্থিক পরিমাণ ৫ হাজার ৩৯৭ কোটি ৮৫ হাজার টাকা।
এদিকে ‘বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন’ প্রকল্পের ‘ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন মালিকদের পুনর্বাসন ও বিক্রির জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ’ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে এসে বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কমিটি। কার্যপত্রে দেখা যায়, প্রকল্পটির ৭৬ শতাংশ কাজ শেষ হওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান অপারগতা প্রকাশ করে গত বছরের ৮ নভেম্বর চুক্তি বাতিল করেছে। নতুন করে প্রকল্প সংশোধন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে কাজ আবার এগিয়ে যাবে বলে প্রত্যাশা রাজউকের।
কমিটিকে জানানো হয় যে, রাজউকের আওতাধীন ১২টি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে জিওবি ও বৈদেশিক সহায়তায় প্রকল্পের সংখ্যা ৫টি এবং নিজস্ব অর্থায়নে প্রকল্প ৭টি।
রাজউকের চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে ও জরুরি ভিত্তিতে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় বৈঠকে।
দি¦পাক্ষিক বা ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে রাজউকের অডিট আপত্তিগুলোর যথা শিগগির সম্ভব নিষ্পত্তি করার বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পূর্ত অডিট অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসএম/এএসআর
** নিজামীর পর মোনায়েম খানের প্লট বাতিলের প্রস্তাব