ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে গণঅনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে গণঅনশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে অব্যাহত আন্দোলনের ১১তম দিনে গণঅনশন করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে এ গণঅনশন কর্মসূচি পালিত হয়।

অনশন চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবু বকর সিদ্দিক, অধ্যাপক রুহুল আমিন খান, এস এম আবুল হাশেম, ফজলুল হক, রুহুল আমিন, ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমজাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, কলেজের শিক্ষার্থী মিলন প্রমুখ।

গত ১৫ অক্টোবর বিভিন্ন কলেজ জাতীয়করণ হলেও ফুলবাড়িয়া কলেজের নাম না থাকায় ওই দিন থেকেই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও হরতালসহ আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমএএএম/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।