ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সারা বিশ্বেই ওয়াইল্ডলাইফ ক্রাইম বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
সারা বিশ্বেই ওয়াইল্ডলাইফ ক্রাইম বাড়ছে ছবি- রানা- বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: সারা বিশ্বেই প্রতিনিয়ত বন্যপ্রাণী নিধন ও পাচার সংক্রান্ত অপরাধ বাড়ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বুধবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত 'দক্ষিণ এশিয় ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্কের তৃতীয় বার্ষিক সম্মেলন'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বণ্যপ্রাণী চোরাচালান সংগঠিত হয় বিভিন্ন সীমান্ত এলাকায়। এগুলো অধিক মূল্যে বিক্রি করছেন চোরাকারবারিরা।  

পৃথিবীর বিভিন্ন দেশে বন্যপ্রাণী নিধন করে তা পাচার করা হয়। আর তা দিয়ে তারা বিচিত্র খাবার তৈরি করেন। বন্যপ্রাণী নিধন ও পাচারকে নিয়ন্ত্রণে আনতে হলে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রিত হয়ে কাজ করতে হবে।  

বন ও পরিবেশ মন্ত্রী বলেন, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্যের দিক দিয়ে বাংলাদেশ অনেক স্বয়ংসম্পূর্ণ। বণ্যপ্রাণী ও জীব বৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ সরকার বিভিন্ন কার্যকরী ভূমিকা পালন করছে। পরিবেশ ও বন রক্ষায় বিভিন্ন পদক্ষেপও হাতে নিয়েছে।

বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয় ইতিমধ্যে এসএডব্লিউইএন’র গঠনতন্ত্রটি অনুমোদন করেছে। এর ধারাবাহিকতায় বিশ্বব্যাংকের অর্থায়ন দিয়ে সহযোগিতা করছে।  

তিনি বলেন, ওয়াইল্ডলাইফ ক্রাইম বন্ধ করতে আইনের প্রয়োগ করা অত্যন্ত জরুরি। এতে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ সরকারের সব সংস্থাগুলো একযোগে কাজ করলে বণ্যপ্রাণী পাচার বন্ধ করা সম্ভব।  

দক্ষিণ এশিয়ায় বন্যপ্রাণী নিধন ও পাচার রোধকল্পে ২০১১ সালের ২৯-৩০ জানুয়ারি ভুটানের পারোতে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের ঊর্ধ্বতন সরকারি প্রতিনিধির উপস্থিতিতে দক্ষিণ এশিয় ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্ক গঠন করা হয়।  

২০১২ সালের ৩-৬ জুন শ্রীলংকার নিগম্বুতে এসএডব্লিউইএন’র প্রথম সভা অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের ২৬-২৯ আগস্ট নেপালের কাঠমাণ্ডুতে এর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।  

তৃতীয় সভাটি এবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। ২৬-২৭ অক্টোবর দু’দিনব্যাপী সভাটি অনুষ্ঠিত হচ্ছে।

সভার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জেকব, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ডা. কামাল উদ্দিন আহমেদ, এসএডব্লিউইএন'র চিফ এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর গোপাল প্রকাশ ভাত্তারি, ওয়ার্ল্ড ব্যাংকের ভুটান-নেপাল-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. চিমিও ফান, নেপালের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব কৃষ্ণ চন্দ্র পাউ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।