ঝালকাঠী: ঝালকাঠীর নলছিটি উপজেলায় ইলিশ ধরার দায়ে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. কামরুল হুদা এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের জেলে মো. আলামিন মৃধা (২০) ও সাগর মোল্লা (১৮)।
উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বাংলানিউজকে জানান, সকালে নলছিটি উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানো হয়। এসময় ইলিশ ধরার দায়ে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
তিনি আরো জানান, এখন ইলিশের প্রজনন মৌসুম। এজন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও মজুদ করা নিষিদ্ধ করেছে সরকার। সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এমন অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমএস/এনটি/এসআই