ঢাকা: সরকারি প্রকল্পের পর্যবেক্ষণকারী সংস্থা বাস্তবায়ন, পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এডিপিভুক্ত ১২৫টি প্রকল্পের অগ্রগতি ৪ দশমিক ৩৩ শতাংশ।
সংস্থাটি প্রতি তিন মাস অন্তর অন্তর সরকারি বিভিন্ন মেগা প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে থাকে।
বুধবার (২৬ অক্টোবর) সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আইএমইডি’র মূল্যায়ন প্রতিবেদনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনায় এ তথ্য উঠে আসে।
কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে কমিটির সদস্য আলহাজ অ্যাডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।
আইএমইডি’র প্রতিবেদনে বলা বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন ২০১৬-১৭ অর্থবছরের সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত এডিপিভুক্ত ১২৫টি প্রকল্পের অগ্রগতি ৪ দশমিক ৩৩ শতাংশ।
এছাড়া বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন এবং ১০ম জাতীয় সংসদের সম্প্রতি সমাপ্ত ১২তম অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির ওপর আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয় যে, ৯ম ও ১০ম জাতীয় সংসদের ফ্লোরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রীর দেওয়া মোট ৪টি প্রতিশ্রুতির মধ্যে ১টি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে এবং পদ্মাসেতুসহ অবশিষ্ট মেগা প্রকল্পগুলো বাস্তবায়নাধীন রয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে ৩৬ শতাংশ। মূল সেতু নির্মাণের ভৌত অগ্রগতি হয়েছে ২৯ শতাংশ, মাওয়া সংযোগ সড়ক নির্মাণের ভৌত অগ্রগতি ৯৯ শতাংশ ও জাজিরা সংযোগ সড়ক নির্মাণের ভৌত অগ্রগতি ৭৭ শতাংশ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিটি বড় প্রকল্পের জন্য কেবল একজন পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ করে যথাসময়ে প্রকল্প সম্পন্ন করা এবং প্রকল্প গ্রহণকালে পর্যাপ্ত সমীক্ষা ও বাস্তবভিত্তিক ব্যয় প্রাক্কলনপূর্বক প্রকল্প প্রস্তাব প্রণয়নের সুপারিশ করা হয় বৈঠকে।
সড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসএম/এএসআর
** রাজউকের সাড়ে ৮ হাজার কোটি টাকার অডিট আপত্তি
** নিজামীর পর মোনায়েম খানের প্লট বাতিলের প্রস্তাব