ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার মংলা-ঘষিয়াখালী চ্যানেল উন্মুক্ত করবেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বৃহস্পতিবার মংলা-ঘষিয়াখালী চ্যানেল উন্মুক্ত করবেন প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা খননকৃত মংলা-ঘষিয়াখালী চ্যানেল উন্মুক্তের ঘোষণা দেবেন বৃহস্পতিবার (২৭ অক্টোবর)। একইসঙ্গে বিআইডব্লিউটিএ’র জন্য কেনা ১১টি ড্রেজারেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


 
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করবেন।
 
এসময় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান গণভবনে এবং নৌ-সচিব অশোক মাধব রায় ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বাগেরহাট প্রান্তে উপস্থিত থাকবেন।
 
নৌ মন্ত্রণালয় জানায়, মংলা-ঘষিয়াখালী নৌ-পথের দূরত্ব ৩১ কিলোমিটার। এর মধ্যে ২৬ কিলোমিটার খনন করা হয়েছে। এ পর্যন্ত ড্রেজার দিয়ে ১৮১ দশমিক ৮০ লাখ ঘনমিটার ড্রেজিং সম্পন্ন করা হয়েছে। ড্রেজিংকৃত অংশে পলি ভরাটের কারণে সংরক্ষণ খননের আওতায় সর্বমোট ৬২ দশমিক ১২ লাখ ঘনমিটার পুনঃখনন করা হয়েছে।
 
বর্তমানে বিআইডব্লিউটিএ’র তিনটি ড্রেজার এবং বেসরকারি প্রতিষ্ঠানের পাঁচটি ড্রেজারসহ আটটি ড্রেজার সংরক্ষণ ড্রেজিং কাজে নিয়োজিত রয়েছে।
 
নৌ-পথটি চালুর ফলে ৮১ কিলোমিটার দূরত্ব কমেছে। এছাড়া মংলা-ঘষিয়াখালী চ্যানেলের রমজানপুর এলাকায় একটি লুপকাট করায় আরও পাঁচ কিলোমিটার দূরত্ব কমে মোট ৮৬ কিলোমিটার দূরত্ব হ্রাস পেয়েছে।
 
২০১৪-২০১৫ সালে প্রায় ১৮টি ড্রেজার ও ১৫টি এক্সাভেটর দিয়ে এ খনন কর্মযজ্ঞ শুরু হয়।
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।