সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলায় ৩৮ পিস ইয়াবাসহ মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বোড়াগাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিজানুর পৌরসভার ছোটরাউতা কাজিপাড়ার মৃত রিয়াজুল ইসলামের ছেলে।
ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন মিজানুর। খবর পেয়ে দুপুরে বোড়াবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ২শ’ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। মিজানুরের বিরুদ্ধে ডোমার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরবি/