ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরার প্রকল্পে আকর্ষণীয় প্যাকেজ মূল্য নির্ধারণের প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
উত্তরার প্রকল্পে আকর্ষণীয় প্যাকেজ মূল্য নির্ধারণের প্রস্তাব

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক উত্তরায় নির্মাণাধীন ফ্ল্যাটের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে এ প্রকল্পে আকর্ষণীয় প্যাকেজের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয়ের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।


 
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
 
সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, মো. জাহিদ আহসান রাসেল, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, মো. আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম অংশগ্রহণ করেন।
 
কমিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন প্রকল্পের প্লট বরাদ্দের কার্যক্রম জোরদার করার সুপারিশ করে।  
 
এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণাধীন এলাকার আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সুপারিশ করে।  
 
বৈঠকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক লালমাটিয়া এলাকায় ‘১৩২টি আবাসিক ফ্ল্যাট প্রকল্প’-এ ফ্ল্যাট বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গে নিষ্পন্ন করার সুপারিশ করা হয়।  
 
এছাড়া গণপূর্ত অধিদপ্তর কর্তৃক গোপালগঞ্জ জেলায় নির্মিত ‘২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ সদর’ এর নির্মাণ কাজ সূচারুরুপে এবং যথাসময়ে সম্পন্ন করার সুপারিশ করে।  
 
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।