সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে পয়ঃনিষ্কাশন কর্মীদের মৃত্যুঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে সৈয়দপুর পৌরসভা সম্মেলন কক্ষে এ কর্মশালা সম্পন্ন হয়।
আরবান স্যানিটেশন, হাইজিন অ্যান্ড ওয়াটার অ্যাডভান্সমেন্ট (ঊষা) প্রকল্প পয়ঃনিষ্কাশন কর্মীদের অংশগ্রহণমূলক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। কর্মশালায় হরিজন সম্প্রদায়ের স্থায়ী ২৫ জন কর্মী অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন- প্যানেল মেয়র জিয়াউল হক। এছাড়া বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াটার এইডের হেড অব প্রোগ্রাম আফতাব ওপেল, প্রোগ্রাম ম্যানেজার সঞ্জয় মুখার্জি, বাসা প্রকল্পের সুমন কুমার সাহা প্রমুখ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে মাস্ক, গামবুট, হেলমেটসহ নানা উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এনটি