ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বরিশালে ৩ জেলের কারাদণ্ড

বরিশাল: বরিশালে মা ইলিশ মাছ শিকারের দায়ে তিন জেলেকে দেড় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন খান এ ‍আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চরমোনাইয়ের বাসিন্দা সেকান্দার হাওলাদার, ইসমাইল হোসেন ও বশির।

বরিশালের মৎস্য কর্মকর্তা বিমল দাস বাংলানিউজকে জানান, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সহায়তায় কীর্তনখোলা ও আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক নাজমুল হোসাইন খান তাদের প্রত্যেককে দেড় বছরের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।