সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর জলঢাকা উপজেলায় মিজানুর রহমান (৪৫) নামে এক সক্রিয় জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা মাঝাপাড়া গ্রামের নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।
নীলফামারী গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই জঙ্গি নাশকতা মামলার পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বিকেলে তাকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসআর