যশোর: যশোরের চৌগাছা উপজেলায় প্রতিষ্ঠিত এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টাকালে সিসি ক্যামেরার (ক্লোজ সার্কিট ক্যামেরায়) কল্যাণে সিরাজুল ইসলাম নামে পুলিশের এক এএসআই ফেঁসে গেছেন।
এসময় উত্তেজিত জনতার পিটুনি খেয়ে পালিয়েছেন তিনি।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে চৌগাছা উপজেলা শহরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বাংলানিউজকে বলেন, এমন ঘটনার কথা আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, চৌগাছা বাজারের সুপার ইলেকট্রিক অ্যান্ড ভ্যারাইটিজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রাবন কুমার। দুপুরে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। পূর্ব পরিকল্পিতভাবে চৌগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল এক সোর্সের মাধ্যমে তার দোকানে ১০ পিস ইয়াবা রেখে যান। এর পরপরই এএসআই সিরাজুল ওই দোকানে এসে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করার ভান করে রাবনকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করেন। এসময় রাবন নিজেকে নির্দোষ দাবি করে চিৎকার শুরু করলে আশপাশের ব্যবসায়ী ও সাধারণ জনগণ এসে ওই দোকানে থাকা সিসি ক্যামেরা পরীক্ষা করার দাবি তোলেন। সিসি ক্যামেরা দেখার দাবি ওঠার সঙ্গে সঙ্গে রাবনকে ছেড়ে দিয়ে এএসআই সিরাজুল তার সোর্সকে নিয়ে চলে যেতে চান। তার এ অপকর্ম ফাঁস গেলে জনগণ এএসআই ও তার সোর্সের ওপর চড়াও হন। এসময় জনতার পিটুনি খেয়ে দ্রুত গাড়িতে করে চলে যান তারা।
এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ ওই পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে চৌগাছা পৌরসভার মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবাদত হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ইউজি/এসআই