লক্ষ্মীপুর: ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে মাছ শিকার থেকে বিরত থাকা লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ২৬ হাজার ৪৭৬ জেলে প্রজনন মৌসুমের দুই সপ্তাহ পার হলেও খাদ্য সহায়তার চাল পায়নি।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে রামগতি ও কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জেলেদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রজনন মৌসুমে জেলার রামগতি উপজেলার ১৬ হাজার ২০৫ জন ও কমলনগর উপজেলার ১০ হাজার ২৭১ জেলে মা ইলিশসহ সব মাছ ধরা থেকে বিরত থাকলেও তাদের খাদ্য সহায়তার ভিজিএফের চাল দেওয়া হয়নি। এ নিয়ে জেলেদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
রামগতি ও কমলনগরের কয়েকজন জেলে বলেন, মাছ ধরে আমাদের সংসার চলে। এখন নদীতে মাছ ধরা বন্ধ। দুই সপ্তাহ ধরে আমরা মাছ ধরি না। কিন্তু আমাদের জন্য যে চাল এসেছে তা এখনো দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে আমরা ভালো নেই।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম হামিদ শাহিন বলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা জেলেদের তালিকা অনুমোদন করে দেওয়ার কথা থাকলেও তারা এখনো তালিকা জমা দেয়নি। যে কারণে জেলেরা চাল পায়নি।
কমলনগরের ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদসহ সংশ্লিষ্ট চেয়ারম্যানরা জানান, যাতে প্রকৃত জেলেরা চাল পায়, সে লক্ষ্যে কাজ করছি। যে কারণে তালিকা প্রস্তুত করতে দেরি হচ্ছে। তালিকা করা শেষ হলে দ্রুত সময়ের মধ্যে চাল বিতরণ করা হবে।
এদিকে, রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, রামগতির আট ইউনিয়ন ও পৌরসভার জেলেদের জন্য বরাদ্দকৃত চালের ডিও চেয়ারম্যানদের কাছে দেওয়া হয়ে গেছে। কয়েকজন চেয়ারম্যান ঢাকায় থাকার কারণে চাল বিতরণ করা হয়নি। দু’তিনদিনের মধ্যে চাল বিতরণ শুরু হবে।
প্রসঙ্গত, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২দিন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় মাছ ধরা যাবে না। এসময় মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ অথবা বিক্রি নিষিদ্ধ। এ আইন আমান্য করলে ১ থেকে ২ বছরের জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশসহ সব মাছ ধরা থেকে বিরত থাকায় লক্ষ্মীপুরের ৩৭ হাজার ৩২৬ জেলের জন্য ২০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএ