ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ শনিবার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ শনিবার ফাইল ফটো

খুলনা: খুলনার রূপসা নদীতে ১১তম খুলনা বিভাগীয় নৌকা বাইচ আগামী শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।  

নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র আয়োজনে এবং গ্রামীণফোনের সহযোগিতায় এ নৌকা বাইচ হবে।

 

নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা ও খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে বলেন,   নৌকাবাইচের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার মোট ২৯টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ২০টি বড় ও ৯টি ছোট।

নগরীর কাস্টম ঘাট এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) এলাকায় গিয়ে শেষ হবে।  

বাইচের আগে দুপুর ২টায় কাস্টমস ঘাটে প্রধান অতিথি হিসেবে বাইচের উদ্বোধন করবেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা। বিশেষ অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।  

সন্ধ্যা সাড়ে ৬টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।