বগুড়া: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজিস্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন- আহসান হাবিব, আসলাম হোসেন, মো. সবুজসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসময় বক্তারা বলেন, সরকারি চাকরিসহ সব ক্ষেত্রে সম-অধিকার, ফার্মেসি ও নার্সিং কাউন্সিল থেকে পেশাগত সনদ, ডেন্টাল টেকনোলজিস্টদের ম্যাটস’র মতো উপ-সহকারী ডেন্টাল কর্মকর্তার মর্যাদা দিতে হবে ও বোর্ড ব্যতীত অন্য কোথাও থেকে ডিপ্লোমা-ইন মেডিকেল টেকনোলজির শিক্ষাগত সনদ দেওয়া বন্ধ করতে হবে।
এছাড়া দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন হেলথ টেকনোলজিসহ সব বিষয়ে উচ্চ শিক্ষা নেওয়ার সুযোগ দিতে হবে।
এসব দাবি দ্রুত বাস্তবায়ন না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও বক্তারা হুশিয়ারি দেন।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমবিএইচ/জিপি/এসএনএস