ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ পাকিস্তানের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ পাকিস্তানের

ঢাকা: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে অাগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।

বুধবার (২৬ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতি অাবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশকালে দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত রাফিউজ্জামান সিদ্দিকি এ আগ্রহ প্রকাশ করেন বলে জানানো হয় এক প্রেসবিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, পরিচয়পত্র পেশ শেষে রাষ্ট্রপতির সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক অালোচনা হয় রাষ্ট্রদূতের।

অালোচনায়, ভ্রাতৃপ্রতিম দু’টি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অারও জোরদার এবং বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রতিরক্ষার বন্ধনকে গতিময় করার ব্যাপারে পাকিস্তান সরকারের আকাঙ্ক্ষার বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত।

উল্লেখ্য, রাফিউজ্জামানকে দ্বিতীয়ববারের মত বাংলাদেশে হাইকমিশনার করে পাঠিয়েছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
জেপি/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।