ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

প্রভাবিত-প্রলোভিত হলে কর্মকর্তার শাস্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
প্রভাবিত-প্রলোভিত হলে কর্মকর্তার শাস্তি

ঢাকা: চাপে প্রভাবিত বা প্রলোভিত হয়ে দুর্নীতির মামলা দুর্বল করলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী।

 

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের প্রশিক্ষণ অধিবেশনে তিনি এ কথা বলেন।

মুনীর চৌধুরী কর্মকর্তাদের নির্ভয়ে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে বলেন,  আইন অনুসারে যে কোনো সেক্টরেই দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সেখানেই কঠোর অভিযান চালাবে দুদক।

মামলার তদন্তে গাফিলতি করলে দুদক কর্মকর্তাদের কঠোর শাস্তি পেতে হবে বলেও সতর্ক করেন তিনি।

চিকিৎসকদের সঙ্গে অপর এক অধিবেশনে স্বাস্থ্য সেক্টরের দুর্নীতির প্রসঙ্গে দুদক মহাপরিচালক (প্রশাসন) বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে অনুপস্থিতি, বিলম্বে আগমন, বদলি ও পদায়নে ঘুষ ইত্যাদির অভিযোগ প্রমাণিত হলে দুদক সংশ্লিষ্ট চিকিৎসক বা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন প্রয়োগে দ্বিধা করবে না।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
টিএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।