ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সুবিধাবঞ্চিত শিশুরাও উন্নয়নে অবদান রাখতে পারবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
সুবিধাবঞ্চিত শিশুরাও উন্নয়নে অবদান রাখতে পারবে

ঢাকা: আমরা যদি পথশিশু ও বস্তির শিশুদের উপযুক্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবা দিতে পারি তাহলে এসব শিশুরাও দেশ ও জাতির উন্নয়নে অনেক অবদান রাখতে পারবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

 

বুধবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ ও বিদ্যালয়ে খেলনা সামগ্রী বিতরণ এবং গ্রিন অ্যপেল ডে অফ সার্ভিস (বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার জন্য আন্তর্জাতিকভাবে উদযাপিত দিবস) উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বেসরকারি সংস্থা স্পন্দনবি’র বাস্তবায়নাধীন ‘সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম’ এর অধীনে এটি অনুষ্ঠিত হয়।

তিনি শিশুদের উদ্দেশ্য করে বলেন, আমরা শিশু হতে পারবো না কিন্তু তোমরা বড় হয়ে অনেক কিছু হতে পারবে। তোমরা ভালো মানুষ হবে, নৈতিক চরিত্রের অধিকারী হবে।

তিনি শিশুদের শিক্ষণীয় বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বিশেষ করে নারী শিক্ষা এবং ১৮ বয়সের আগে বিয়ে নয়, এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

এসময় তিনি শিশুদের শপথ পাঠ করান, ‘আঠারো বয়সের আগে মেয়ের এবং ২১ বয়সের আগে ছেলের বিয়ে নয়’।

তিনি আরও বলেন, সব শিশুকে সমান অধিকার দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে এবং এ ব্যাপারে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

শিক্ষার আলোয় যেনো সব শিশু আলোকিত হতে পারে সে ব্যাপারে বেসরকারি সংস্থা স্পন্দনবি, স্থানীয় সংসদ সদস্য ও সবাইকে আহ্বান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, সমাজ কল্যাণ মন্ত্রণায়য়ের সহকারী সচিব ইলিয়াস করিব।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্পন্দনবি এর উপদেষ্টা শরীফুর রহমান, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইফতেখার উদ্দীন আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান, মিরপুর থানা শিক্ষা অফিসার, অভিভাবকরা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রমের সব শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৪শ ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ (গণিত, বাংলা, ইংরেজি ও ড্রইং খাতা, রঙ পেনসিল, পেনসিল, কলম, সার্পনার, ইরেজার, পেনসিল বক্স, স্কেল ইত্যাদি) এবং তিনটি বিদ্যালয়ে খেলার সামগ্রী (ফুটবল, ক্রিকেট ব্যাট-বল-স্ট্যাম্প, ব্যাটমিন্টন সামগ্রী, লুডু, কেরাম বোর্ড, বিল্ডিং ব্লক সেট, পাজল সেট, ইত্যাদি) বিতরণ করেন।

তিনি শিশুদের নিয়ে ১শটি টবে গাছও রোপণ করেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমএন/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।