ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে নববধূ ও যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ত্রিশালে নববধূ ও যুবকের আত্মহত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে পৃথক স্থানে এক নববধূ ও এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ২৫ অক্টোবর (মঙ্গলবার) দিনগত গভীর রাতে দাম্পত্য কলহের জের ধরে উপজেলার কানিহারী ইউনিয়নের মাদলারগোপ গ্রামের নববধূ জেসমিন খাতুন (১৯) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে, প্রেমে ব্যর্থ হয়ে উপজেলার কোনাবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে মুক্তাদির (২৫) আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানান।

পরে বুধবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে জানান সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমএএএম/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।