ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সোয়া কোটি পিস বস্তাসহ ৯ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
সোয়া কোটি পিস বস্তাসহ ৯ ক্রয় প্রস্তাব অনুমোদন

ঢাকা: খাদ্য মন্ত্রণালয়ের এককোটি ২৫ লাখ পিস হেসিয়ান বস্তাসহ ৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।  

বুধবার (২৬ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।  

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।  
 
সরাসরি ক্রয় পদ্ধতিতে খাদ্য মন্ত্রণালয়ের জন্য বাংলাদেশ জুট মিলস করপোরেশনের কাছ থেকে সোয়া কোটি পিস হেসিয়ান বস্তা কিনতে ব্যয় হবে ৬৭ কোটি টাকা।
 
তিনি বলেন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগের অধীন বহুমুখি দুর্যোগ আশ্রয় প্রকল্পের আওতায় ভোলা জেলায় ৪২টি সাইক্লোন শেল্টার ও তৎসলগ্ন সংযোগ সড়ক নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে। দু’শ’ ৪২ কোটি টাকা ব্যয়ের এ কাজ পেয়েছে তমা কন্সট্রাকশন।  
 
একই ঠিকাদারি প্রতিষ্ঠান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া জিসি-কুলিয়ার চর হেড কোয়ার্টার রাস্তার কালী নদীর উপর ৫ হাজার ৩শ’ মিটার, চেইনেজে ৫২৯ দশমিক ৬০ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ পেয়েছে। এতে ব্যয় হবে ৭১ কোটি টাকা।  
 
অতিরিক্ত সচিব বলেন, সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে গাজীপুর-বিমানবন্দর সড়কে বিআরটির ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে। ৮শ’ ৫৫ কোটি টাকা ব্যয়ের এ কাজ পেয়েছে চীনের ঘিজুবা গ্রুপ কোম্পানি লিমিটেড।
 
দেশের বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড ও চায়নার জিয়াংশু জংশিয়ান টেকনোলজি কোম্পানি লিমিটেডের উদ্যোগে পঞ্চগড় জেলায় ৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন হয়েছে। ২০ বছর মেয়াদি এ প্রকল্প থেকে সরকার ১১ দশমিক ১২ টাকা প্রতি কিলোওয়াট বিদ্যু‍ৎ কিনবে।  
 
তিনি বলেন, গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেড ও সিইটিসি ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড লালমনিরহাট জেলায় ৫ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। ২০ বছর মেয়াদি এ প্রকল্প থেকে সরকার ১০ টাকা প্রতি কিলোওয়াট বিদ্যু‍ৎ কিনবে।  
 
আটটি সিটি করপোরেশনের জন্য টার্নকি বেসিস প্রকিউরমেন্ট অব ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং অব সোলার পিভি এলইডি স্ট্রিট লাইটিং সিস্টেম অ্যান্ড এলইডি বেইজড স্ট্রিট লাইটিং সিস্টেমস ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। আটটি কোম্পানির মাধ্যমে এটি ক্রয়ে ব্যয় হবে ১৫০ কোটি টাকা।  
 
অতিরিক্ত সচিব বলেন, ৩শ’ ৬২ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতের ১৫ লাখ গ্রাহকের জন্য কন্ডাক্টর ও আন্ডারগ্রাউন্ড ক্যাবল ক্রয় প্রস্তাব অনুমোদন করে কমিটি। ৫টি লটে কাজ পেয়েছে ৫টি কোম্পানি।  
 
লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় প্রফেশনাল আউটসোর্সিং ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসের ক্রয় প্রস্তাবটি টেবিলে উত্থাপন করা হলে তা পাস হয়েছে। চারটি কোম্পানির মাধ্যমে কাজ করতে ব্যয় হবে ৫৮ কোটি টাকা।  
 
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।