বগুড়া: ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এসএম বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম রশিদুল হাসান, শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আকিবুল ইসলাম আকিব, শিক্ষখ খালেদ হোসেন, স.ম সোলাইমান আলী, টিএম আবু বকর, সিরাজুল ইসলাম, খুরশিদ খুদা প্রমুখ।
সভা শেষে বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী দুর্নীতি বিরোধী শপথ নেয়।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমবিএইচ/জিপি/এমজেএফ